টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
‘‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’’এই প্রতিপাদ্য সামেনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ১লা নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, প্রশিক্ষিত যুবক মোরশেদুল বারী ও প্রশিক্ষিত যুবতী পঞ্চমী বালা প্রমুখ।