টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার নন্দীগ্রামে এক প্রেমিকের সর্বস্ব লুট করল প্রেমিকা। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার প্রতারক প্রেমিকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভদ্রদীঘি গ্রামের প্রেমিকা রিনা বেগম (৩৭), তার সহযোগী কহুলী গ্রামের লিটন হোসেন (২২) ও গোলাম রাব্বি (৩৬)।
জানা গেছে, নাটোর জেলার গুরুদাসপুর থানার কালাকান্দর গ্রামের আব্দুল মোত্তালেব একটি এনজিওতে চাকরি করেন সিলেটে। গত দেড় মাস পূর্বে আব্দুল মোত্তালেবের সঙ্গে শিপলু সাথী নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে রিনা বেগমের পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে তাদের বন্ধুত্বপূর্ণ ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ১৬ জুন সকালে সিলেট থেকে আব্দুল মোত্তালেব নন্দীগ্রাম ভদ্রদীঘি গ্রামে প্রেমিকার রিনা বেগমের বাড়িতে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি প্রেমিকা রিনার বাড়িতে গিয়ে জানতে পারেন তার স্বামী সৌদি আরবে থাকেন। এমতাবস্থায় বাড়ির ভিতরে যেতে চান না আব্দুল মোত্তালেব। এরপর স্থানীয় দুই যুবক তার হাত ধরে আপ্যায়নের কথা বলে বাড়ির ভিতরে নিয়ে যায়।এ সময় তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করা হয়। এর কিছুক্ষণ পর ওই বাড়িতে আরো ৪ যুবক আসে। এ টাকা দিতে রাজি না হলে তাকে চড়-থাপ্পরসহ হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে আব্দুল মোত্তালেবের শার্ট প্যান্ট খুলে মোবাইল ফোনে উলঙ্গ ছবি ধারণ করে। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেয়ার হুমকি দেওয়া হয়।এ সময় বন্ধুদের ফোন করে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রদান করেন। বাকি ৮৫ হাজার টাকা দিতে না পারায় ওই দিন সন্ধ্যায় দুইটি ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। এ ছাড়া মোবাইলে থাকা একটি মেমরি কার্ড, মানি ব্যাগে থাকা একটি সাউথ ইষ্ট ব্যাংক ও একটি ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড কাড়িয়া নিয়ে যায়।এ ঘটনায় বৃহস্পতিবার আব্দুল মোত্তালেব বাদী হয়ে নন্দীগ্রাম থানায় বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু মিয়াসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেন।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে