টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বেলা ২ টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে উপজেলার দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি, বিদায়ী প্রধান শিক্ষক মোবারক আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম ও প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে