টিপু সুলতান, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির উদ্যোগে এ বৃক্ষরোপণ উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, দলিল লেখক আব্দুল গফুর সরদার, আব্দুল গফুর খন্দকার, আব্দুস সাত্তার, নাজমুস সাকিব, আব্দুল আজিজ, আব্দুর রউফ ও আওলাদ হোসেন প্রমুখ।