টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে নৌকার পক্ষে প্রচার মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমানকে বিজয়ী করতে নৌকার পক্ষে গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে প্রচার মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমনের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, মেয়র প্রাথী আনিছুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।