টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি
আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে ১৩ জানুয়ারি দুপুর ১২ টায় নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুরে বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, বিট অফিসার নুর আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসকান আলী, ব্যবসায়ী জামেদ আলী ও কাউন্সিলর প্রার্থীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।