নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় শাপলা খাতুন (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এঘটনায় তার স্বামী তাইজুল ইসলাম ও শিশু কণ্যা সিদ্দিকা (৭) আহত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) অনুমানিক সকাল নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান অটো রাইস মিলের সামনে এদূর্ঘটনা ঘটে। হতাহতরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মালবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা গছে, নিহত এনজিও কর্মী শাপলা খাতুন পাবনা জেলার ঈশ্বরদীতে টিএমএসএস নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ির ফিরছিলেন তিনি। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান অটো রাইস মিলের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপাদেয়। এতে ঘটনাস্থলেই শাপলা খাতুন মারা যায়। এসময় তার স্বামী ও সন্তান মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।