টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে নির্মাণাধীন শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানিয়েছে, মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে স্থানীয়দের সহযোগীতায় ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করা হয়। সেই শহীদ মিনার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা । এদিকে নির্মাণাধীন শহীদ মিনারের বেদিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমের সাথে কথা বললে তিনি বলেন, নির্মাণাধীন শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দেয়ার কথা আমি শুনেছি। তবে বিষয়টি খুব দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে