টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে (১৩ এপ্রিল) বিকাল ৪টায় নন্দীগ্রাম উপজেলায় নবাগত(ইউএনও) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন শিফা নুসরাত।
তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।৪ ভাই বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাকোত্তর শেষ করে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পর থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে আসছেন।নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।