টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ডিবি পরিচয়ে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে অপহরণ করে মহাশ্মশানে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুঁড়ি মহাশ্মশানে এ ঘটনা ঘটে।বগুড়া জেলার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের বাবলু মিয়ার ছেলে হাফেজ সিরাজুল ইসলাম বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় ফাতেমা ফিজিওথেরাপি সেন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলো।

সূত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে সিরাজুল ইসলাম তার কর্মস্থল হতে বের হয়। সে সময় কতিপয় অজ্ঞাত ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে সিরাজুল ইসলামকে আটক করে একটি অটো রিকশায় উঠায়।সেখান হতে তাকে বগুড়ার শাকপালা এলাকায় নিয়ে যায়। এরপর তাকে মোটরসাইকেলে উঠিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুড়ি মহাশ্মশানে নিয়ে আসে। তারপর হাত-পা বেঁধে তাকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেসময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা সিরাজুল ইসলামকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের সাথে কথা বললে তিনি বলেন, উদ্ধারকৃত সিরাজুল ইসলামকে থানা হেফাজতে রেখে ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে