নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলো, নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আবু জাফরের ছেলে ইউনুস আলী (৩৩) ও তার ছোট ভাই শফিকুল ইসলাম (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাতে পৌর এলাকার ফোকপাল গ্রামের গরু ব্যবসায়ী জিয়াউর রহমান দুটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তারা নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ডাকাত দল তাদের উপর আক্রমণ করে। ওই সময় গরুর মালিক পালিয়ে মহাসড়কের দিকে ছুটে আসে। তখন টহল পুলিশ ঘটনাটি জানতে পারে।

এরপর এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়াসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মাদ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে