টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার অপরাধে ৫ জন গ্রেপ্তার হয়েছে।

থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া গ্রামের আব্দুল আলিমের বাড়িতে জুয়া খেলার সময় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের দবির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৫২), একই গ্রামের দবির উদ্দিন আকন্দের ছেলে নাহিদুল ইসলাম (৪৭), কুমিড়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫), মাটিহাঁস গ্রামের আবুল কাশেমের ছেলে মুক্তার হোসেন (৪০) ও বারুইপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে আতিকুর রহমান (৩৪)।

এদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় জুয়া আইনে মামলা হয়েছে। রোববার থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে