টিপু সুলতান, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম পায়েল, আবু রায়হান, মেহেদী হাসান, আব্দুল মোমিন, সুমন সরকার, রাকিব, রাব্বী ও বন্ধন প্রমুখ।