টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে চরমপন্থি সন্দেহে মোশারফ হোসেন নামে একজন গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) তাকে থানা পুলিশ ৫৪ ধারায় বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।র্যাব-১২ এর সদস্যরা ১ এপ্রিল উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪৫) কে চরমপন্থি সন্দেহে গ্রেপ্তার করে। ২ এপ্রিল রাতে র্যাব-১২ এর সদস্যরা তাকে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করলে ৩ এপ্রিল থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেন।