টিপু সুলতান,নন্দীগ্রাম, (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় ১৫ই সেপ্টেম্বর বিকেলে থানার এসআই মিনার আলী ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রাম থেকে গাঁজাসহ মাদক কারবারি ওহিদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করে। সে আইলপুনিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। এসআই মিনার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।