টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে গলায় রশি পেঁচানো পারুল রানী (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ি গ্রামের অমৃত চন্দ্রের স্ত্রী রবিবার ২০ জুন সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে পারুল নিজ শয়ন ঘরে তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলিয়ে ছিল। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে