টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

 বগুড়ার নন্দীগ্রামে খগেন্দ্রনাথ (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চককয়া গ্রামে নিজ বাড়ির গোয়াল ঘরের ভিতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খগেন্দ্রনাথ ওই গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্রের ছেলে।

জানা গেছে, খগেন্দ্র নাথের স্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে বোনের বাড়ি বেড়াতে যায়। গত বৃহস্পতিবার সকালে খগেন্দ্রনাথ তার স্ত্রীকে আনতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে স্ত্রীকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে পরে ফিরে আসে। এরপর শনিবার সকালে খগেন্দ্রনাথের বাড়ির গোয়াল ঘর থেকে দুর্গন্ধ বের হয়। সেখানে তার ছেলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তারপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খগেন্দ্রনাথ অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে