টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এদিকে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল শুরু করে দিয়েছে। ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী আনোয়ার হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহজাহান আলী,আব্দুল করিম, সরফুল হক উজ্জল, মিজানুর রহমান, গোলাম মোস্তফা ও জিআর সৈকত উদ্দিন প্রমুখ।
প্রার্থীরা জানান, জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ  করছি। আমাদের মূল শক্তিই জনগণ। জনগণ চাইলে নির্বাচিত হবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে