টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এদিকে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল শুরু করে দিয়েছে। ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহজাহান আলী,আব্দুল করিম, সরফুল হক উজ্জল, মিজানুর রহমান, গোলাম মোস্তফা ও জিআর সৈকত উদ্দিন প্রমুখ।
প্রার্থীরা জানান, জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের মূল শক্তিই জনগণ। জনগণ চাইলে নির্বাচিত হবো।