টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে কোভিড-১৯ (করোনার) টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ (করোনার)টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার নাজমুল হোসাইন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি প্রমুখ।প্রথম দিনেই এ উপজেলায় ৪০ জনকে কোভিড-১৯(করোনার) টিকা প্রয়োগ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে