টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
নন্দীগ্রাম থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০ টায় থানা চত্বর হতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম। এ সময় থানার এসআই, এএসআই ও কনস্টেবলরা উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য আমাদের এই উদ্যোগ।