টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। এসআই বিকাশ চক্রবর্তী এবং এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল গ্রামের আহসান হাবিবের ছেলে আব্দুল বারিক (৪৫) ও আরেকটি সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট পুকুরপাড়ার আব্দুল বাছেদের ছেলে ফজলে রাব্বি (২৪) কে গ্রেপ্তার করে।অপরদিকে পুলিশ একই রাতে জিআর মামলার ওয়ারেন্টমূলে ইসবপুর গ্রামের ষষ্ঠি কুমারের ছেলে সঞ্জয় কুমার (২৪) কে গ্রেপ্তার করেছে।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।