টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য বগুড়ার নন্দীগ্রামে ওরাপ ও পল্লী উন্নয়ন সংস্থা মাস্ক বিতরণ করেছে।
টিএমএসএস’র সহযোগিতায় ওরাপ ও পল্লী উন্নয়ন সংস্থা নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন অফিসে ও এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করে।১ জুন দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত’র নিকট মাস্ক হস্তান্তর করেন ওরাপ’র নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান।
এরপূর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের’র নিকট তিনি মাস্ক হস্তান্তর করেন।ওরাপ’র নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান জানান, করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়।