টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে এসিল‍্যান্ড কর্তৃক ভ্রাম‍্যমান আদালতে এক ফিড বিক্রয় প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।

সরকারি বিধি মোতাবেক লাইসেন্স গ্রহন না করে উপজেলার বীরপুলি বাজারে আলফা ট্রেডার্স, প্রোপাইটর মোঃআশরাফুল ইসলাম দির্ঘদিন যাবত মৎস্য ও পশু পাখীর খাবার ক্রয়-বিক্রয় করে আসছিল।এমতাবস্হায় আজ মঙ্গলবার বেলা ২ ঘটিকায় গোপন খবরের ভিত্তিতে নন্দীগ্রাম সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম‍্যজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম উপজেলার বীরপুলি বাজারের আলফা ট্রেডার্সে অভিযান চালান। উক্ত প্রতিষ্ঠানের মালিক ও ফিড ব‍্যবসায়ী মোঃ আশরাফুল তার ব‍্যবসার অনুমতিপত্র(লাইসেন্স) দেখাতে না পারায় খাদ‍্য আইনের ৪ ধারার অপরাধে ও একই আইনের ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী। এ অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানার এস আই রেজাউল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে