টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি নিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে মুঠোফোনে চাঁদা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। মঙ্গলবার রাতে উপজেলার শিমলা বাজারের চারটি হোটেল ব্যবসায়ীর নিকট থেকে এ চাঁদা দাবি করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমলা বাজারের কয়েকটি হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে স্থানীয় ইউপি সদস্যকে দিয়ে মুঠোফোনে এসিল্যান্ড পরিচয়ে চাঁদা দাবি করেন অজ্ঞাত ব্যক্তি। তবে কোন ব্যবসায়ী এভাবে চাঁদা দিতে রাজি হয়নি। এনিয়ে হোটেল মালিক ও ইউপি সদস্য ভাবনায় পরে যায়। তাদের মাঝে সৃষ্টি হয় কৌতুহল ।স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী জানান, মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে আমাকে ফোন করা হয়। সে আমার নিকট থেকে শিমলা বাজারের হোটেল ব্যবসায়ীদের ফোন নাম্বার চায়। পরে আমি তাকে হোটেল মালিকদের নাম্বার সংগ্রহ করে দেই।হোটেল মালিক শহিনুর রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে ০১৬১০৯০১৯২২ নাম্বার থেকে আমাকে ফোন করে ৩০ হাজার করে টাকা চাঁদা দাবি করে। তখন আমি বিষয়টি নিয়ে ভাবনায় পরে যাই এবং তাকে চাঁদা দিতে অনিহা প্রকাশ করি এবং রনবাঘা বাজারের হাবীবা হোটেলের মালিক হাজী হাবিবুর রহমান (হাবু)কে উপরোক্ত নম্বর থেকে ফোন করে উৎকোচ দাবী করা হয় নচেত ভ্রাম্যমান আদালতে তাকে মোটা অংকের জরিমানা করা হবে মর্মে জানান।এ বিষয়ে বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই নাম্বার টি আমার নয়। বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে এবং আমার ফেসবুক আইডিতেও পোষ্ট করেছি।এটা প্রতারক চক্রের কাজ তবে অল্প সময়ের মধ্যই প্রতারক চক্রটি ধরা পরবে বলে আশা করছি।