টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

জানা গেছে, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ মার্চ সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ রজব আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে সিংড়া উপজেলার মালকুড় গ্রামের আনছার আলীর ছেলে।

অপরদিকে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ মার্চ সকালে নাগর নদীর বাঁধ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে উপজেলার গুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে