টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ মে দিবাগত রাতে উপজেলার ওমরপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩২) কে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৮ মে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে। থানার এসআই বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।