টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
করোনাকালে নারী নেতৃত্বেগড়বো নতুন সমতায় বিশ্ব”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্দোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনি আখতার বানু,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন ও জাতীয় মহিলা সংস্হা উপজেলা শাখার সভাপতি মাহফুজা খাতুন প্রমূখ।