টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:

আজ ২১শে ফেব্রুয়ারি বগুড়া জেলার নন্দীগ্রামের রণবাঘা বাজারে রনবাঘা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হাঁসপুকুরিয়ার নজরুল টিম বনাব রণবাঘার কারীম টিম। খেলায় নজরুল টিম ২-০ সেটে কারীম টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন নজরুল টিমের জুয়েল এবং ম্যান অফ দ্যা সিরিজ হন একই টিমের সাকিব।উক্ত ক্যারাম টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল।

খেলা শেষে রণবাঘা বাজার সমিতির সভাপতি মিলন কর্মকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল বারী বারেক,  বিশেষ অতিথি ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র সম্পাদক মো.আবুল কালাম আজাদ(রাজ কালাম) সহ আরও অন্যান্য ব্যাক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে