নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বগুড়া জেলার নন্দীগ্রামের রনবাঘা বাজারে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে সিংড়া আসনের সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন (৪৫) এর উপর সন্ত্রাসী হাসেম, মুন্নাফ ও রবিউল আলমের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামলায় আহত ইকবাল হোসেনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সন্ত্রাসী হাসেম,মুন্নাফ ও রবিউলকে বাজারের জনতা আটক করে নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারি বারেকের সহায়তায় নন্দীগ্রাম থানার পুলিশের হাতে সপর্দ করে। জিজ্ঞাসাবাদে সন্ত্রাসীরা স্বীকার করে যে সিংড়া উপজেলার ১ নং শুকাস ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিম মো.হাসমতের নির্দেশে এই হামলা চালায়।

হালিম মো. হাসমতের মুঠোফোনে ফোন করলে তিনি জানান,তার ইমেজ নষ্ট করার জন্য বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে।
নন্দীগ্রাম ও সিংড়া দুই থানাতেই মামলার প্রস্তুতি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে