টিপু সুলতান, নন্দীগ্রাম  (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঝগ্রাম নতুন ঈদগাহ মাঠের উদ্বোধন করা হয়েছে।

গত ১ জানুয়ারি বিকেল ৩ টায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মাঝগ্রাম নতুন ঈদগাহ মাঠ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, মাঝগ্রাম ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, শফিউল আলম সুমন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খান ও ছাত্রদল নেতা তারেক রহমান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে