নন্দীগ্রামের জয়
মহীতোষ গায়েন
তোমার আমার একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম,
শহীদ স্মরণে একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম।
রক্ত ছুঁয়ে শপথ করেছি
রেখেছি আগুনে হাত,
শহীদ স্মরণে মিছিলে জীবন
কাটে নন্দীগ্রামে রাত।
হাফিজ আয়েশা পলাশ চামেলি
একসাথে মাঠে যায়,
কৃষি শিল্পে খুশির হাওয়া
নন্দীগ্রাম ফিরে পায়।
শত শহীদের অম্লান স্মৃতি
বুকের মধ্যে রয়,
অসুখ সারবে শান্তি ফিরবে
জয় নন্দীগ্রামের জয়।