মোংলা প্রতিনিধি:
নদী দখল এবং দূষণ বন্ধে মোংলায় দিনব্যাপী নানা কর্মসুচি পালন কোরছে মোংলায় পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন  (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন।
২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় এ উপলক্ষে ”নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং ”নদী কেন্দ্রিক গানের আড্ডা” অনুষ্ঠিত হয়েছে। গানের আড্ডায় মোংলার স্থানীয় শিল্পীরা নদী কেন্দ্রিক বিভিন্ন গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী,মোংলা সরকারী কলেজের প্রিন্সিপাল গোলাম সরোয়ার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সাতার এবং শিশু চিত্রাংকণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী দখল এবং দূষণ বন্ধের আহ্বান জানিয়ে মোংলায় পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন  (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন আয়োজনে সকাল ১০ টায় মোংলা পশুর নদী সংলগ্ন এলাকায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান এবং সকাল ১১টায় পশুর ও মোংলা নদীর মোহনায় নদী তীরে নদী দখল এবং দূষণ বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে