নতুন সাজে
♨️♨️♨️♨️
হাসনা জাহান লিজা
নতুন সাজে আমি
সাজিয়ে দেবো তোমাকে
তোমাকে সাজাবো আমি
মিষ্টি ফুলের সাজে।
তোমাকে সাজাবো আমি
প্রবাহিত ফাগুনের হাওয়ায়
তুমি চুপটি করে থেকো পাশে
আমার মনের আকাশে।
তোমার আকাশটাকে
আমি সাজিয়ে দেবো
আমার ভালোবাসার রঙে
তোমাকে সুখে ভড়িয়ে দেবো।
আমি নব-বর্ষের সাজে
আমাকে একটু ঠাই দিও
তোমার অন্তরের ভাজে ভাজে
তোমার মনের ক্লান্তি মুছে দেবো।
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টির মতো
পূর্ণতা পাইয়ে দেবো
তোমার মনের সকল ক্ষত।
তোমাকে সাজিয়ে দেবো আমি
শরৎ এর কাশ ফুলের গুচ্ছে
আমি গেঁথে রেখেছি শেফালির মালা
নবীন ধানের মঞ্জুরি দিয়ে
সাজিয়ে রেখেছি বরন ডালা।
তোমাকে খুঁজে নেবো আমি
হেমন্তের সোনালি ধানের মাঝে
সাজিয়ে রাখবো তোমায়
আপরূপ অসাধারণ সাজে।
তোমাকে রাখবো শীতের চাদরে আলত স্পর্শে
শক্ত করে জোড়িয়ে
শীতে এর শিশির ভেজা
অস্পষ্ট কুয়াশার ভিড়ে,,
ঠিক চিনে নিবো তোমায়
বেঁধে ফেলবো আমার
হৃদয়ের খুব গভীরে।
বসন্তের নব সূর্যের নব আলোয়
নতুন সাজে ভেসে উঠবে
আমার মনের চাঁদ হয়ে
নবীন পত্র পল্লব রং-বে-রঙে।
সৌন্দর্য মিশ্রিত নানান ফুলে
ফিরে ফিরে আসবে তুমি
সকল পিছু টান ভুলে,,
বনে বনে ফুটেছে মেলে নবীন পাতা
আমার হৃদয়ে তোমার নামে মালা গাঁথা
নতুন সাজে প্রতিটা সময়
সারা জীবন থেকো পাশে।
আমার না বলা ভাষা বুঝে নিও তুমি
আমার জীবনের সাথে
তোমাকে জোরিয়ে ফেলেছি আমি,,
একটি বাক্য থাকবে অমর
💕তুমি আমার শুধুই আমার💕