রুদ্র অয়ন এর কবিতা    
নতুন ভোরের অপেক্ষায়
সময়টা বড্ড বেশী
থমথমে যেনো!
নিরাপত্তাহীন-
অনিরাপদ জীবন!
খুন- ধর্ষণ
চুরি- জোচ্চুরি,
আতংকের
আঁধারে ঘেরা
চারপাশ জুড়ে।
খোলা আকাশের
নীচে দাঁড়িয়ে বুক ভরে
শ্বাস নেয়া হয়না কতোদিন!
নিরাপত্তাহীনতার শৃংখলে
বাঁধা পরে আছে
এক একটি প্রহর!
হাজার বছরের
অবসাদ আর ক্লান্তি যেনো
শরীরের প্রতিটি কোষে কোষে!
একের পর এক
বিনিদ্র রজনী কাটে!
কেবলই আমি
নিষ্পলক চেয়ে থাকি
নিরাপদ, সুন্দর
অন্য এক আগামী
ভোরের অপেক্ষায়।
আমি জেগে থাকি
আঁধার পেরিয়ে
আলোকিত নতুন
ভোরের অপেক্ষায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে