বাগেরহাট প্রতিনিধি:

মোল্লাহাটে নছিমনের ধাক্কায় চার দিনের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম রজনী (৪)। এ দুর্ঘটনায় শিশুটির মা তানিয়া (২৭) গুরুতর আহত হয়েছে। শিশুটির বাবার নাম মিলন মোল্লা। তারা গোপালগঞ্জ’র ফুখরা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ অষ্টোবার) সসন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিম পাড়া এলাকায় মোল্লাহাট-খুলনা পুরাতন মাদ্রাসা সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্তান প্রসাব জনিত সুবিধার জন্য নিহত শিশুটির মা তার পিতার বাড়ি কাহালপুর গ্রামে আসেন। স্থানীয় একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ১২ তারিখ একটি সন্তানেরর জননী হন। ঘটনার পূর্বে শিশু ও মাকে নিয়ে তার আত্মীয়রা কাহালপুর ফিরছিলেন। একটি মাহেদ্র থেকে বাড়ির কাছের রাস্তায় নামছিলেন তারা। এসময় বেপরোয়া চালিত একটি নছিমন পিছন হতে আঘাত করে মাহেদ্রকে। ওই আঘাতে শিশুটির মৃত্যু হয়।

এ খবরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা এবং মোল্লাহাট থানার ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, এসআই শাহিন ও এসআই আবু হাসান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে