রানীনগর প্রতিনিধি:

নওগাঁ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করেছেন রানীনগর উপজেলা যুবলীগ।

বুধবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নওগাঁতে যান যুবলীগ নেতাকর্মীরা। নওগাঁ পৌর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান যুবলীগের নেতৃবৃন্দরা।

নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলালের নির্দেশনায় এবং রানীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে নির্বাচনী এই প্রচারণা চালানো হয়।

প্রচারণায় অংশগ্রহণ করেন, রানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় সহ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচার-প্রচারণায় অংশ নেন।

উল্লেখ্য, আগামী ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে নওগাঁ পৌর নির্বাচন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে