মোঃসাইদুল ইসলাম রানীনগর নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ব্যাটারী চালিত অটোচার্জারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় অটোচার্জারের ৫জন যাত্রী আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কে হোটেল মল্লিকাইনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সোহাগ পার্শ্ববর্তি বগুড়া জেলার সান্তাহার পৌর এলাকার মৃত মোহসিন আলী মন্ডলের ছেলে। জানা যায়, এদিন রাতে নিহত সোহাগ নওগাঁ শহরে কাজ শেষ করে সান্তাহারে নিজ বাসায় ফেরার পথে হোটেল মল্লিকা ইনের সামনে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটোচার্জারকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোচার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ঐ অটো চার্জারের ৫যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে