মোঃসাইদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ অটোমেটিক রাইসমিল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধরন সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব তৌফিকুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নওগাঁর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বাংলাদেশ অটোমেটিক রাইসমিল ওনার্স এ্যাসোসিয়েশনের এক সভায় আলহাজ্ব তৌফিকুল ইসলাম বাবু সাধরন সম্পাদক নির্বাচিত হোন। তিনি নওগাঁর সুনামধন্য চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান মফিজ উদ্দিন অটোমেটিক রাইস মিল ও বংলাদেশ জুয়েলার্সের কর্নধার। ইতোপূর্বে তিনি নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে নওগাঁয় আসলে তাকে চাল ব্যবসায়ী, জুয়েলার্স ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতারা ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানান। এসময় তৌফিকুল ইসলাম বাবু বলেন দেশে চাল উৎপাদন করে চালের বাজার দর সহনীয় রাখতে অটোমেটিক রাইস মিল মালিকরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। পাশাপাশি সরকারকে সহযোগিতা করা ও কৃষকের উৎপাদিত ধানের নাজ্য দাম নিশ্চিত করা অটোমেটিক রাইসমিল ওনার্স এ্যাসোসিয়েশন মূল লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে