মোঃসাইদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে খাল খনন এবং সমিতির অফিস ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ৪৮লাখ টাকা ব্যয়ে উপজেলার লালপাড়া-পৈসঁাওতা খাল পুনঃখনন এবং ২১লাখ ৪৩হাজার টাকা ব্যয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন করা হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খাঁন, থানার ওসি আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই-বিপ্লব প্রমুখ।