নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃপারভীন আক্তার এর সভাপতিত্বে নওগাঁ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লিপি সাহার সঞ্চলনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্কিষী পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে একটি রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রালীটি দলীয় অফিসে এসে শেষ হয়।
রালী শেষে জেলা আওয়ামী লীগের দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,
নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোমা মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ শাবিহা প্রামানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্নি স্মর্মা,সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা প্রমুখ।