মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:

“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিষদ প্রঙ্গনে উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে