মোঃসাইদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দুইজন কৃষকের মাঝে দুইটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এদুটি কম্বাইন হারভেস্টার মেশিন দুইজন কৃষককে দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্ববধানে পরিচালন বাজেটের আওয়াতায় ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক মোখলেছুর রহমানকে একটি ও কৃষক রশিদুল সরদারকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামছুজ্জামান সহ আরো অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে