মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে নানান আয়োজনের মধ্যে দিয়ে ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে।
ওয়ালটন ডে উপলক্ষে বরিবার (২০ মার্চ) সকালে রাণীনগর হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের আয়োজনে সদরের বটতলী প্রধান শোরুম থেকে এক আনন্দ রালি বের করা হয়। রালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শোরুমে ১২০ পাউন্ড কেক কাটা হয়। এরপর বৃক্ষ রোপণ, অসহায় ৩০ জনের মাঝে চাল বিতরণ, নাটিকা ও নিত্য পরিবেশন অনুষ্ঠিত হয়।
হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর ও ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের পাবনা জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মঞ্জুর আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর নিজামুল কবির, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর খন্দকার আবুল কালাম আজাদ, হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের প্রধান শাখার ম্যানেজার মতিউর রহমান সহ অন্যান্যরা। আয়োজকরা জানিয়েছেন, হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের সকল শাখায় ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে।