মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকতা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যন্যরা।
এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সাহানাজ বেগম, সরকারের উপকারভোগী নারীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।