সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া সামাজিক অবক্ষয় (ধর্ষণ, নারী নির্যাতন) নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের অন্যতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
আজ বুধবার দুপুরে তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দেন।
ম্যাশ লেখেন-
[আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।]