বাগেরহাট প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য’ নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শরণখোলা প্রেসক্লাবের সামনে ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ০৩/১০/২০২০ ইং তারিখ দুপুরে ‘ মানববন্ধন চলাকালে বক্তারা দেশে একের পর এক নারী নির্যাতনের তিব্র প্রতিবাদ জানান এবং মানববন্ধনে ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজে গৃহবধূকে দল বেধে ধর্ষণ সহ এসব ন্যাক্কারজনক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তরা আরো বলেন পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছেন।
করোনা কালীন এই সময় নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।
মানববন্ধনে শরণখোলা সরকারি কলেজের অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।