মোংলা প্রতিনিধি:
নোয়াখালীর নারী নির্যাতন ঘটনা সহ সকল ধর্ষন নিপীড়নের ঘটনা সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সংহিতার স্থায়ী অবসনের দাবিতে মোংলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
০৯/১০/২০২০ ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় মোংলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করে মোংলা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসির আরাফাত, সাধারন সম্পাদক মেহেদী হাসান সজিব খান, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী,পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি পারভেজ খান, সহ সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, সাধারন সম্পাদক মারজুক রাসেল সহ ছাত্রলীগের বিভিন্ন সংঘঠনের নেতাকর্মীরা ।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বর্তমানে নারীরা কোথাও নিরাপদ নয়।নারীর নিরাপত্তা জোরদার করতে হবে এবং ধর্ষক যে দলেরই হোক না কেন বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকের কোন ঠাই হবে না।