ধর্ষক সমাজ
———শাহারুল ইসলাম সুজন
ধর্ষক এই সমাজ, দিন রাত বারো মাস
করে চলেছে কত অঘটন,
এদের রোষানলে, তাজা প্রাণ যায় চলে
আতঙ্কিত আজি জনমন।
বেহায়াপনা চাদরে, দেশটা গেছে ছেয়ে
চারিদিক মুখরিত হাহাকার,
দলের ছোঁয়া পেয়ে, হায়নার ভাব নিয়ে
হানছে আঘাত বুকে বারে বার।
পোষা গোলাম গুলি, চোখে জামায় ধুলি
একটাই কাজ তারা ধর্ষণ,
অসহায় পিতা-মাতা, ঢেকে রেখে সব ব্যথা
বক্ষ করছে শুধু কর্ষণ।
স্বাধীন এই দেশে, লোভী ভিরুর বেশে
ক্ষমতায় শাসক অদক্ষ,
চাইলে সুবিচার, উপহার কারাগার
বুলেটে বিদ্ধ হবে বক্ষ।
কিসের বিচার চাও, অস্ত্র হাতে নাও
সম্মুখে ধাঁও বীর বেশে,
যত আছে শোরগোল, দাও করে কতল
মাতৃকা দিওনা যেতে ভেসে।