রাজশাহী প্রতিনিধিঃ
সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে আজও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।
০৭ অক্টোবর বুধবার সকাল থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল স্তরের মানুষ তাদের সাথে সংহতি প্রকাশ করছে।
এতে ধর্ষণ বিরোধী নানা স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা। অনাকাঙ্খিত কোন ঘটনা যাতে না ঘটে, সে জন্য আশপাশের সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মানববন্ধন থেকে নোয়াখালী, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ধর্ষকদের কোনো বাবা নেই, মা নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করুক, আমাদের সন্তানেরা নিরাপদে বেড়ে উঠুক।