মোংলা প্রতিনিধি:

মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে নির্বাচনী তফশিল ঘোষণার দাবীতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুজনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে সিইসি বরাবর একটি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৫ বছর পরও মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিতো হয়নি।মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন না হওয়ার কারনে ৫ বছর অতিবাহিত হওয়ার পরও আরো ৫ বছর অতিরিক্ত দায়িত্ব পালন করে মেয়র ও কাউন্সিলররা। ফলে পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে এবং নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে।তাই দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবি জানিয়েছেন মোংলার সচেতন নাগরিক সমাজ এবং সকল পেশার লোকজন।আবেদন জমা দেয়ার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুজনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখের উপস্থিত সাংবাদিকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত সময় নির্বাচনী তফশিল ঘোষণার করা হবে। আগামী ডিসেম্বরে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে